ফাদার-ই-বহুদলীয় গণতন্ত্র জিয়াউর রহমানের এক ঝলক

0
726
জিয়াউর রহমান

জিয়া বঙ্গভবনে আসতেন মধ্যরাতে অস্ত্রশস্ত্র নিয়ে। তার সাঙ্গপাঙ্গরা অস্ত্র উঁচিয়ে রাখতো। আমি প্রায়ই মনে করতাম এটাই বোধহয় আমার শেষ রাত।

সংবিধানের ৪টি মূল স্তম্ভ বাতিল সংক্রান্ত একটি সামরিক ফরমান আমার কাছে স্বাক্ষরের জন্য আসে। আমি ঐ ফরমানে স্বাক্ষর না করে তা রেখে দেই। পরদিন রাত ১১টায় বুটের শব্দে আমার ঘুম ভাঙে। সেনাপ্রধান জিয়া অস্ত্রশস্ত্রসহ বঙ্গভবনে আমার শয়নকক্ষে প্রবেশ করেন।

আরও পড়ুন : ১৯৬৫-৭৯ কী করেছিলো জিয়াউর রহমান!

সেনাপ্রধান জিয়া
সেনাপ্রধান জিয়া

জিয়াউর রহমান আমার বিছানায় তার বুটসহ পা তুলে দিয়ে বলেন, সাইন ইট। তার একহাতে ছিল স্টিক, অন্য হাতে রিভলভার।

আমি কাগজটা পড়লাম। আমার পদত্যাগপত্র। যাতে লেখা- ‘অসুস্থতার কারণে আমি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করলাম।’

আরও পড়ুন : ইতিহাসের কাঠগড়ায় স্বৈরশাসক জিয়ার গুম ও হত্যার রাজনীতির উপাখ্যান

[ফাদার-ই-বহুদলীয় গণতন্ত্র জিয়াউর রহমানের এক ঝলক]

আমি জিয়াউর রহমানের দিকে তাকালাম। ততক্ষণে আট-দশজন অস্ত্রধারী আমার বিছানার চারপাশে অস্ত্র উঁচিয়ে দাঁড়িয়ে আছে। জিয়া আবার আমার বিছানায় পা তুলে আমার বুকের সামনে অস্ত্র উঁচিয়ে বললেন, ‘সাইন ইট’।

রাষ্ট্রপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম
রাষ্ট্রপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম

আমি কোনোমতে সই করে বাঁচলাম।

আরও পড়ুন : কিভাবে ক্ষমতা দখল করেছিল ডিক্টেটর জিয়া

উৎস: বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি রাষ্ট্রপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম-এর লেখা ‘অ্যাট বঙ্গভবন : লাস্ট ফেজ’।
১৯৮৮ সালে বইটি প্রকাশিত হয়। ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় আসার ৭ দিনের মধ্যে বইটি বাজেয়াপ্ত এবং নিষিদ্ধ হয়।

আরও পড়ুন : 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here