রোহিঙ্গা বলে গালি দেয়া নিয়ে চট্টগ্রাম বিএনপিতে তৈরি হয়েছে চরম অস্বস্তি। জানা গেছে, সম্প্রতি দলীয় ফোরামে নুরুল আনোয়ার নগর বিএনপি সভাপতি শাহাদাত হোসেনের সমালোচনা করায় দুই নেতার মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে বাড়ি ভাঙচুর ও হুমকি-ধমকির দেন শাহাদাত। পরে শাহাদাত হোসেনের বিরুদ্ধে সালিশের ডাক দেন নুরুল আনোয়ার।
আরও পড়ুন : বহিষ্কার-কোন্দল-গণপদত্যাগে বিএনপির ভাঙন যেকোনো সময়
এর আগে দুই নেতার মধ্যে মুঠোফোনে বাক্য বিনিময়ের সময় শাহাদাতকে নুরুল ‘রোহিঙ্গা’বলে কটাক্ষ করেন বলে বলে জানা যায়।
আরও পড়ুন : মির্জা ফখরুলকে চাকর-বাকর বললেন ডা. জাফরুল্লাহ
চট্টগ্রাম বিএনপির দুই নেতার বিরোধে অস্বস্তিতে আছেন দলের নেতারা। এ নিয়ে কেন্দ্রীয় বিএনপির নেতারাও অস্বস্তিতে পড়ে আছেন। নুরুল আনোয়ার সালিশ ডাকায় প্রচণ্ড ক্ষুব্ধ শাহাদাত হোসেন।
আরও পড়ুন : গয়েশ্বরকে ‘মালাউন’ বলে গালি দিলেন রিজভী
[বিএনপি নেতা শাহাদাতকে রোহিঙ্গা বলে গালি দিয়েছে বিএনপি নেতা নুরুল আনোয়ার]
এ বিষয়ে জানতে চাইলে নুরুল আনোয়ার বলেন, ‘চন্দনাইশের বিরোধ মেটাতে হলে শাহাদাত হোসেনকে দক্ষিণ জেলার রাজনীতি নিয়ে মাথা না ঘামাতে দলীয় ফোরামে পরামর্শ দিয়েছিলাম। কারণ, শাহাদাত সব বিষয় নিয়ে মাথা ঘামান। এ জন্য চন্দনাইশ বিএনপির বিরোধ রয়ে গেছে।
আরও পড়ুন : গ্রুপিং-কোন্দল আর নেতাদের প্রতি অসন্তোষ, বিপর্যস্ত বিএনপি
শাহাদাত পরদিন আমাকে ফোন করে দলীয় ফোরামে দেওয়া বক্তব্যের কৈফিয়ত চান। ফোনালাপে শাহাদাত আমার সঙ্গে খারাপ আচরণ করেন। আমি তাকে রোহিঙ্গা বলেছি। এ জন্য তিনি আমার বাড়িতে যুবদল ও ছাত্রদল নেতাদের পাঠান। ওরা আমার বাড়ি ভাঙচুরের চেষ্টা করলে মামলা করি।
আরও পড়ুন : খালেদা জিয়া মানসিক রোগী – ডাঃ জাফরুল্লাহ চৌধুরী
নুরুল আনোয়ারের অভিযোগের বিষয়ে জানতে চাইলে শাহাদাত হোসেন তাকে ‘মানসিক রোগী’ বলে অভিহিত করেন।
আরও পড়ুন :