বিএনপি কখনো ১৫ মিনিটের বেশি স্থায়ী হতে পারছে না

0
408
বিএনপি

বিগত কয়েক বছর যাবত সাংগঠনিকভাবে অকার্যকর হয়ে যাওয়ার পরও নিজেদের পায়ের মাটি শক্ত আছে, তৃণমূলকে এমন ধারণা দিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে বিএনপি। তবে পূর্বঘোষণা অনুযায়ী সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত হওয়ার কথা থাকলেও ১৫ মিনিটের মধ্যে এ কর্মসূচি শেষ করেছেন দলটির নেতা–কর্মীরা।

সন্ধ্যা ৬টা ৫৭ মিনিটে মোমবাতি প্রজ্বালন কর্মসূচিতে বক্তব্য দেওয়া শুরু করেন মির্জা ফখরুল। এরপর সন্ধ্যা সাতটার দিকে নিজে মোমবাতি জ্বালিয়ে কর্মসূচিতে অংশ নেওয়া নেতা–কর্মীদেরও মোমবাতি জ্বালানোর অনুরোধ করেন।

[বিএনপি কখনো ১৫ মিনিটের বেশি স্থায়ী হতে পারছে না]

এরপর সন্ধ্যা সোয়া সাতটার দিকে হঠাৎ এই কর্মসূচির সমাপ্তি ঘোষণা দেন মির্জা ফখরুল। তবে কী কারণে ১ ঘণ্টার কর্মসূচি ১৫ মিনিটের মধ্যে শেষ করা হয়েছে, এ বিষয়ে কিছুই বলেননি ফখরুল।

এ বিষয়ে জানা জানি হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে চরম হাসাহাসি শুরু হয়ে যায়। আব্দুস সাত্তার নামে এক ব্লগার তার ফেসবুক প্রোফাইলে লিখেন, বিএনপি কখনো ১৫ মিনিটের বেশি স্থায়ী হতে পারছে না। মাঝে মাঝে বিএনপি নেতাদের স্ত্রীদের জন্য চরম মায়া লাগে। এক ঘণ্টার কর্মসূচী ১৫ মিনিটে শেষ হওয়াই প্রমাণ করে বিএনপিতে কোনো চেইন অব কমান্ড নেই।

উল্লেখ্য, ২ এপ্রিল রাজধানীতে ৭ ঘণ্টা প্রতীকী অনশনের ডাক দিয়েছিলো বিএনপি। সে সময়ও অনশন কর্মসূচি পালনের সময় চেইন অব কমান্ড ধরে রাখতে পারেনি বিএনপি। মাত্র ৭ ঘণ্টা অনশনের কথা থাকলেও অনশন শুরুর দুই ঘণ্টা পরই বিভিন্ন নেতাকর্মীকে পুরি-সিঙ্গারা খেতে দেখা যায়। এছাড়া দলের সিনিয়র নেতাকর্মীকে প্রেসক্লাবের সামনে অবস্থিত অভিজাত হোটেল বৈশাখীতে কবজি ডুবিয়ে গরুর মাংস দিয়ে ডাল ভাতও খেতে দেখা যায়।

[বিএনপি কখনো ১৫ মিনিটের বেশি স্থায়ী হতে পারছে না]

এ প্রসঙ্গে গয়েশ্বর চন্দ্র রায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে ইঙ্গিত করে বলেন, অনশন কিংবা মোমবাতি প্রজ্বলন কর্মসূচীতে ডেকে বিএনপির একটি পক্ষ কেবল লোক হাসাচ্ছে। আমাদের এখন কঠোর আন্দোলনে যেতে হবে। সুতরাং এই জায়গাটি আগে মেরামত করুন। নইলে এসব কর্মসূচী দিয়ে কিছু হবে না।

আরও পড়ুনঃ

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here