দলে ভাঙনঃ লন্ডনের ওহীতে চলছে বিএনপির একাংশ, নির্বিকার সিনিয়র নেতারা

0
155
লন্ডনের ওহী

একটি নেটওয়ার্কের মাধ্যমে তারেক রহমান দলের মধ্যে একটা বলয় তৈরি করেছেন। দলের নীতি-নির্ধারণী সব সিদ্ধান্তই তার কাছ থেকে আসছে যাকে অন্যভাবে বলা যায় “লন্ডনের ওহী“। 

বিএনপিপন্থী রাজনৈতিক বিশ্লেষক ও বুদ্ধিজীবীরা বলেন-“বিএনপিতে মূলত তিনটি ভাগ রয়েছে। তৃণমূল, সাংগঠনিক এবং রাজনৈতিক নেতৃত্ব। এসব বিষয় এখন শুধুমাত্র তারেক রহমানই দেখছেন, যা একেবারেই ঠিক নয়। অতীতে আন্দোলন-সংগ্রামের জন্য বিএনপির সিনিয়র নেতাদের ব্যর্থ বলা হয় কিন্তু ভেতরের চিত্রটা ভিন্ন। কারণ বিএনপি শুধুমাত্র একজনের নির্দেশে চলে। শুধুমাত্র লন্ডনের পাঠানো ওহীর উপরই তাদের নির্ভর থাকতে হয়।”

[দলে ভাঙনঃ লন্ডনের ওহীতে চলছে বিএনপির একাংশ, নির্বিকার সিনিয়র নেতারা]

নাম প্রকাশে অনিচ্ছুক দলটির একাধিক নেতা বলেন, বিএনপি এখন এতটাই রাজনৈতিকভাবে দেউলিয়া যে দলের সম্মেলন করার ক্ষমতা নেই। কয়েক বছর ধরে বিএনপির সহযোগী ছাত্রদল, যুবদলসহ যেসব সংগঠনের কমিটি করা হয়েছে তা নিয়ে হাঙ্গামা হয়েছে। দলীয় অফিসের সামনে কর্মীরা বিক্ষোভ ও ভাঙচুর করেছেন। নেতাদের অবরুদ্ধ পর্যন্ত রেখেছেন। কীভাবে এসব কমিটি হয়?

[দলে ভাঙনঃ লন্ডনের ওহীতে চলছে বিএনপির একাংশ, নির্বিকার সিনিয়র নেতারা]

আরও পড়ুনঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here