যুক্তরাষ্ট্রের নাগরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল ১১ জুলাই ঢাকায় এসেছিলেন।
আরও পড়ুন : ‘মাইনাস ওয়ান’ বাস্তবায়নে মরিয়া বিএনপি, নয়া ওয়ান-ইলেভেনের প্রস্তুতি বিদেশিদের নিয়ে
বিএনপি নেতা-কর্মীদের কথাতে ফুটে উঠেছে এই সফরে আওয়ামী লীগকে হাটিয়ে বিএনপিকে ক্ষমতায় বসানো হবে। বিএনপির সেই স্বপ্নটা চুরমার করে দিল উজরা জেয়া।
বাংলাদেশে সফরকালীন সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উজরা জেয়া বলেন, তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের সুযোগ নেই।
উজরা জেয়ার এমন মন্তব্যে বিএনপিতে নিরবতা বিরাজ করছে বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে লবিস্টের মাধ্যামে মার্কিন প্রশাসনের সাথে লিয়াজোঁ করার চেষ্টা করছিলো বিএনপি। লবিস্টের পেছনে লক্ষ লক্ষ ডলার খরচ করেও বিএনপির পক্ষে কোনো মন্তব্য না আসায় মন খারাপ দলটির নেতাদের।
এদিকে বাংলাদেশের ওপর আরোপিত মার্কিন ভিসানীতি প্রসঙ্গে উজরা জেয়া বলেন, ভিসা পলিসি হচ্ছে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য। অবাধ-সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনারও প্রতিশ্রুতি আছে, সেই প্রতিশ্রুতি পূরণে সহায়তা করতে এ ভিসানীতি।
আরও পড়ুন : বিএনপির জন্য বড় চাপ তৈরি করেছে ভিসা নীতি
উজরা বলেন, কোনো দলের প্রতি আমাদের কোনো পক্ষপাতিত্ব নেই। আমরা একটা নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই।
[বিদেশি বন্ধুগণদের পদলেহন করেও লাভ হলো না বিএনপির, হতাশ বিএনপি পাড়ায়!]
নয়াপল্টন সূত্রে জানা গেছে, উজরা জেয়ার এমন মন্তব্যের পর বিএনপি পাড়ায় হতাশ বিরাজমান করছে।
আরও পড়ুন :