গণতন্ত্রকে বাধাগ্রস্ত করায় ৪ দেশের ৩৯ জনের ওপর মার্কিন নিষেধাজ্ঞা, নেক্সট কি বিএনপি?

0
153
বাধাগ্রস্ত-নিষেধাজ্ঞা-গণতন্ত্র

গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করা ও দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে ৪টি দেশের ৩৯ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশ ৪টি হলো- নিকারাগুয়া, গুয়াতেমালা, হন্ডুরাস ও এল সালভাদর। এই তালিকায় নিকারাগুয়ার ১৩ জন, গুয়াতেমালার ১০ জন, হন্ডুরাসের ১০ জন ও এল সালভাদরের ৬ জনের নাম রয়েছে। ১৯শে জুলাই যুক্তরাষ্ট্রের ‘সেকশন ৩৫৩ করাপশন অ্যান্ড আনডেমোক্রেটিক অ্যাক্টরস রিপোর্ট ২০২৩’ নামের প্রতিবেদনটি মার্কিন কংগ্রেসে দেওয়া হয়েছে। এই তালিকায় এল সালভাদরের সাবেক দুই প্রেসিডেন্টও রয়েছেন।

আরও পড়ুন : ষড়যন্ত্রের ছক কষছে বিএনপি, সে লক্ষ্যে ইতোমধ্যে বিএনপি ও জামায়াত নেতারা একাধিকবার গোপন বৈঠক করেছেন

এদিকে বাংলাদেশে পদযাত্রার নামে বিএনপির সহিংসযাত্রা চলছে। দেশের বিভিন্ন স্থানে ‘বিএনপি কর্তৃক সন্ত্রাস ও সহিংসতার সৃষ্টির মাধ্যমে গণতন্ত্রকে যেমন হুমকির মুখে ঠেলে দিচ্ছে বিএনপি, সেই সাথে দেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নির্বিঘ্নে অনুষ্ঠিত করার প্রক্রিয়াকে ঝুঁকির মুখে ফেলছে। বিএনপির এই উদ্দেশ্যপ্রণোদিত সন্ত্রাস সৃষ্টির মূল লক্ষ্য নির্বাচন ভণ্ডুল করা ও বিদেশি প্রভুদের দৃষ্টি আকর্ষণ করে তাদের করুণা লাভ করা।

দেশে চলমান গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ শাসনব্যবস্থাকে বিনষ্ট করার লক্ষ্যে বিএনপি পরিকল্পিতভাবে সন্ত্রাস সৃষ্টি করে উল্টো তার দায়ভার সরকার ও আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর চাপানোর অপচেষ্টা চালাচ্ছে। সরকার ও আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যা এবং বানোয়াট কল্পকাহিনীর প্রতিবেদন তৈরি করে বিদেশি প্রভুদের দ্বারে দ্বারে ধর্না দিচ্ছে। বিএনপি লাগাতারভাবে গণবিচ্ছিন্ন রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলন করে আসছে। তাদের এই তথাকথিত আন্দোলন জনগণ কর্তৃক বারবার প্রত্যাখ্যাত হওয়ার পরও তারা সন্ত্রাস এবং সহিংসতার পথ বেছে নিয়েছে।

আরও পড়ুন : দেশকে অস্থিতিশীল করার ব্লু প্রিন্ট বিএনপি-জামায়াতের

উল্লেখ্য, বিএনপি চট্টগ্রাম, ঢাকা, বগুড়াসহ দেশের বিভিন্ন জায়গায় অব্যাহত সন্ত্রাস চালিয়ে যাচ্ছে পদযাত্রার নামে। যানবাহনে আগুন দেয়া, আওয়ামী লীগ নেতাদের নির্বাচনী কার্যালয় ভাঙচুর করা, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক স্থাপনা, ম্যূরাল ভাঙচুর, আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর উস্কানিমূলক হামলা ও নেতাকর্মীদের হত্যা করা, তাদের বাড়িঘর ভাঙচুরসহ ২০১৩-২০১৫ সালের মত লাশ ফেলার টার্গেট নিয়ে নেমেছে।

এমনকি বগুড়ায় ইয়াকুবিয়া স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের ওপর বিএনপির বোমা হামলার প্রতিবাদে সর্বস্তরের শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছে বিএনপির বিরুদ্ধে। মঙ্গলবার পদযাত্রা কর্মসূচির নামে ঢাকার মিরপুরে ছাত্রলীগের ওপর হামলা করেছে বিএনপির নেতাকর্মীরা। এ সময় একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগসহ বেশ কিছু গাড়ি ভাঙচুর করা হয়। এমনকি বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন দেয়ার মত ন্যাক্কারজনক ঘটনা ঘটায় পাকিস্থানপন্থী এই দলটি।

আরও পড়ুন : বিএনপির জন্য বড় চাপ তৈরি করেছে ভিসা নীতি

সন্ত্রাসী বিএনপিবিএনপির এহেন কর্মকাণ্ড বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে, বলাই বাহুল্য। রাজনীতির নামে দেশে সহিংসতা ও তাণ্ডবের মাধ্যমে গণতন্ত্রকে নস্যাতের অপচেষ্টা চালাচ্ছে বিএনপি। পাশাপাশি বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র প্রমাণের গভীর ষড়যন্ত্র করছে বিএনপি। দেশে স্থিতিশীলতা নষ্ট হলে অর্থনীতি মুখ থুবড়ে পড়বে, যা আওয়ামী লীগ সরকারের উন্নয়নের অন্যতম মজবুত ভিত্তি। দেশের ক্ষতি করে হলেও বিএনপি চায় বাংলাদেশকে আবারও ৭৫-পরবর্তী ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দিতে।

[গণতন্ত্রকে বাধাগ্রস্ত করায় ৪ দেশের ৩৯ জনের ওপর মার্কিন নিষেধাজ্ঞা, নেক্সট কি বিএনপি?]

দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের নেশায় মরিয়া হয়ে উঠেছে। ফলে যে কোনোভাবেই হোক, তারা চায় বাংলাদেশ যেন মাথা তুলে দাঁড়াতে না পারে। শুধুমাত্র এমন পরিস্থিতি সৃষ্টি করতে পারলেই বিদেশি কুচক্রীদের মাধ্যমে আরেকটি মাইনাস ফর্মূলা এবং আরেকটি ১-১১ ঘটানো সম্ভব। সেই স্বপ্নই দেখছে পদযাত্রার নামে সহিংসযাত্রার পরিকল্পনা করা বিএনপি। দেশপ্রেমিক সাধারণ মানুষ নিশ্চয় দেশবিরোধী বিএনপির এই ষড়যন্ত্র-চেষ্টা সফল হতে দেবে না।

আরও পড়ুন :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here