কর্মীশূন্য দলে পরিণত হয়েছে বিএনপি, আন্দোলনে শিশুদের ডাকলেন 

    0
    230
    আন্দোলন

    নানা নামে আন্দোলনে গেলেও কার্যত সফল হতে পারেনি বিএনপি। অকার্যকর ও জোরালো পদক্ষেপের অভাবে জনগণের দৃষ্টি কাড়তেও ব্যর্থ হয় তারা। আর এজন্য দায়ী করা হচ্ছে দলের সিনিয়র নেতৃবৃন্দদের।
    রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তারেক রহমানের সীমাহীন লুটপাট, বেগম জিয়ার উদ্দেশ্যহীন রাজনীতি, নেতাকর্মীদের অবমূল্যায়ন করা, শিক্ষার অভাব, অহংকার এবং অতিরিক্ত পরিবার প্রীতির কারণে আজকে বিএনপি এই অবস্থা।

    [কর্মীশূন্য দলে পরিণত হয়েছে বিএনপি, আন্দোলনে শিশুদের ডাকলেন ]

    জানা যায়,,বিএনপির এখন সকল সমাবেশে কর্মীদের চেয়ে শিশু সংখ্যা বেশি দেখা যাচ্ছে।যাদের বেশিরভাগের বয়স ১০-১২ বছর।এই বিষয়টিকে ভালোভাবে নিচ্ছে না নেটিজেনরা। তারা বলছেন, কোমলমতি শিশুদের কেন সহিংসতার দিকে ঠেলে দিচ্ছে বিএনপি? এটি কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। যদি কোনো অঘটন ঘটে আর কোনো মায়ের বুক খালি হয় তবে তার দায়ভার কি বিএনপি নেবে?

    [কর্মীশূন্য দলে পরিণত হয়েছে বিএনপি, আন্দোলনে শিশুদের ডাকলেন ]

    দলের আরেকটি সূত্র বলছে, নানা সময়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ খেতাব দেন আর খালেদা জিয়াকে দেন ‘প্রথম নারী মুক্তিযোদ্ধা’র খেতাব। বিষয়টি শুরুতে কেউই সেভাবে গুরুত্ব না দিলেও এখন তা কিভাবে প্রতিষ্ঠা করা যায় সেটি নিয়ে ভাবছেন তারেক। নিজে ‘শিশু মুক্তিযোদ্ধা’ হয়ে দলের যাবতীয় কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ততার কথাও ভাবেন। যার সর্বশেষ ফল আন্দোলনে শিশুদের উপস্থিতি।

    আরও পড়ুনঃ

     

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here