মির্জা ফখরুল: বিএনপির ত্রাণকর্তা নাকি বিএনপির বিরুদ্ধে সরকারের সিক্রেট ওয়েপন?

0
390
বিএনপির

বহুদিন ধরে বিএনপির একটা পক্ষ মহাসচিব মির্জা ফখরুলকে মীরজাফর হিসেবে চিহ্নিত করে আসছে।Screenshot 2023-11-04 173325 নানাসময় দলীয় ফোরামে ফখরুলের সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করেছেন তারা, হঠকারী সিদ্ধান্তে মোমেন্টাম নষ্ট করার দায়েও অভিযুক্ত করেছেন। আবারও একই অভিযোগ। তবে এবার আরও গুরুতর। বিএনপিপন্থী বুদ্ধিজীবীরা বলছেন কয়েক মাস ধরে লাগাতার কর্মসূচির মাধ্যমে সারাদেশের নেতা-কর্মীদের নিয়ে ফখরুল যে মহাযাত্রার আয়োজন করেছেন, তা বিএনপির জন্য অভিশাপ প্রমাণিত হয়েছে। ফখরুলও দলের ত্রাণকর্তা রূপে আবির্ভূত হননি। বরং এটা ছিল বিএনপির অন্তিমযাত্রা।

শত শত সিসিটিভি ক্যামেরা ও ড্রোন থাকা সত্ত্বেও নেতা-কর্মীদের উস্কানি দিয়ে যে নাশকতা চালিয়েছেন Screenshot 2023-11-04 173325ফখরুল, তাতে বিএনপি আজ দেশবাসীর কাছে ঘৃণার পাত্র, বিদেশি কূটনীতিকরাও তাদের বাতিল মাল ভাবছে। এই আত্মঘাতী কাজটি ফখরুল সজ্ঞানে করেছেন পরিণতি জেনেই। তাই রাজনীতি বিশ্লেষকদের মতে, ফখরুল বিএনপির মহাযাত্রাকে শবযাত্রায় পরিণত করেছেন মূলত সরকারের সাথে আঁতাত করে। সরকার ফখরুলকে নির্বাচনের আগ মুহূর্তে সিক্রেট ওয়েপন হিসেবে ব্যবহার করেছে বিএনপি নামক পথের কাঁটা চিরতরে দূর করতে। শুধু তা-ই নয়, ফখরুলকে বাঁচাতেই তাকে আটকের নাটক সাজিয়েছে সরকার- এমন দাবি বিএনপির খালেদাপন্থী এই পক্ষটির। এসব নিয়ে বিএনপি নেতারা ক্ষোভে ফুঁসছেন। কারণ সামাজিক মাধ্যমে ছড়িয়ে গেছে বিএনপি নেতাদের ছবি ও ভিডিও ফুটেজ। দেখা যাচ্ছে কীভাবে তারা প্রকাশ্য দিবালোকে পুলিশকে নির্মমভাবে হত্যা করছে, বাসে আগুন দিচ্ছে, হাসপাতালে, প্রধান বিচারপতির বাড়িতে সহিংসতা চালাচ্ছে। দেখে শিউরে উঠছেন দেশের মানুষ।

এসব ঘটনা প্রকাশিত হওয়ার পর সারাদেশ থেকে আন্দোলনে যোগ দেয়া নেতা-কর্মীরা এখন গ্রেপ্তারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। নির্বাচনের তফসিল ঘোষণা করলে ইসি কার্যালয় ঘেরাও, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বাড়ি ঘেরাওয়ের যে পরিকল্পনা ছিল, সেসব ভেস্তে গেল। আর এই সবকিছুর পেছনে দায়ী করা হচ্ছে মির্জা ফখরুলকে। জেনেশুনে তিনি বিএনপিকে সহিংসতার পথে লেলিয়ে দিয়েছেন, এমনটাই বলছেন বিশ্লেষকরা। তবে এবারই প্রথম নয়। এর আগেও তিনি বহুবার আন্দোলন-কর্মসূচির মোমেন্টাম নষ্ট করেছেন স্থায়ী কমিটির সদস্যদের পরামর্শের তোয়াক্কা না করে নিজের হঠকারী সিদ্ধান্তের মাধ্যমে। যেমন, মাসখানেক আগে যখন নেতা-কর্মীরা সরকারের পতন ঘটাতে প্রস্তুত, ঠিক সেসময় ফখরুল হেলথ চেকআপের দোহাই দিয়ে সস্ত্রীক সিঙ্গাপুরে চলে গেলেন কাউকে না জানিয়ে রাতের আঁধারে। রাতারাতি তিনি কীভাবে ভিসা-টিকেট সংগ্রহ করলেন- এই রহস্যের উত্তর পাননি কেউ।। তারও কিছুদিন আগে এস্পার-ওস্পার করে ফেলবেন বলে সারাদেশের নেতা-কর্মীদের ঢাকায় এনে নির্ধারিত ৩১ দফা ঘোষণা করার কথা ভুলে গেলেন। আসলেই তিনি কি ভুলে যান নাকি ইচ্ছেকৃতভাবে বিএনপির আন্দোলন পণ্ড করে দেন- এ নিয়ে দলের নেতাদের মাঝে রয়েছে জোরালো সন্দেহ।

জ্যেষ্ঠ নেতাদের অনেকের ধারণা, সরকার থেকে নিয়মিত মাসোহারা পান ফখরুল। যার ফলে গুলশানে নতুন বাড়ি নিয়েছেন, দামি আসবাবে সজ্জিত ব্যক্তিগত রাজনৈতিক অফিসও খুলেছেন। নিত্যদিন দামি দামি স্যুট-বুট তো আছেই, সিঙ্গাপুর থেকে এসে যে গাড়িতে করে বিমানবন্দর ত্যাগ করলেন, সেটিও সম্প্রতি কেনা। অথচ এর কয়েকদিন আগে তিনি ২২ হাজার টাকা বিদ্যুৎ বিল দেন বলে সাংবাদিকদের জানিয়েছেন! তার দুই কন্যা থাকে দেশে-বিদেশে, পশ জীবনযাপন তাদের। ফখরুল সস্ত্রীক গুলশানে আলিশান বাড়ি, গাড়ি নিয়ে আছে। অথচ দৃশ্যমান কোনো আয়ের পথ নেই তার। এই বিপুল অর্থের উৎস নিয়ে নেতাদের মাঝে রয়েছে কানাঘুষা।

[মির্জা ফখরুল: বিএনপির ত্রাণকর্তা নাকি বিএনপির বিরুদ্ধে সরকারের সিক্রেট ওয়েপন?]

 

সরকার ফখরুলকে সস্ত্রীক বিদেশে পাঁচ তারকা মানের হাসপাতালে হেলথ চেকআপের জন্য নিয়মিত খরচ দেয়- এটা রাজনৈতিক অঙ্গনের সবাই জানেন। এছাড়াও তার বিরুদ্ধে পুরনো মামলাগুলো অনেক বছর ধরে থেমে আছে। ফখরুলবিরোধীরা তাই নিশ্চিত, সরকারের সাথে তার দীর্ঘমেয়াদি আঁতাত হয়েছে, যাতে বিএনপিকে একেবারে নির্মূল না করলেও অকার্যকর সংগঠনে পরিণত করা যায়। খালেদা- তারেকের অবর্তমানে বিএনপির সদর দরজার চাবি ফখরুলের হাতে। তাকে সাইজ করলেই বিএনপি সাইজ! এটাই হলো থিওরি। সেজন্য ফখরুল সরকারের সিক্রেট ওয়েপন হিসেবে কাজ করছেন- এই বদ্ধমূল ধারণা বিশ্লেষকদের। যা আরও পোক্ত হয়েছে জো বাইডেনের উপদেষ্টা সাজিয়ে একজনকে হাজির করে দেশবাসীর সামনে বিএনপিকে হাসির পাত্র বানানোর ঘটনার পর। বিএনপির মত প্রতিষ্ঠিত দল এমন হাস্যকর ঘটনা ঘটাবে, কর্মীরাও হতবাক।

অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, মির্জা ফখরুলকে এখন বিএনপির নেতারা গণশত্রু ভাবছেন। সরকার তাকে কর্মীদের ক্ষোভের হাত থেকে বাঁচাতে জিজ্ঞাসাবাদের নামে সরিয়ে নিয়েছেন, এমনটা ভাবছেন ফখরুলবিরোধীরা। এখন দেখার বিষয় একটাই, ফখরুল কি পারবেন সবার সন্দেহ দূর করে নিজেকে নির্দোষ প্রমাণ করতে?

 

আরও পড়ুন:  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here